ঢাকা: ভারত অবৈধ বাংলাদেশীদের বিরুদ্ধে কড়াকড়ি অবস্থান ইচ্ছে। বিভিন্ন রাজ্যগুলিতে চলছে কড়া নজরদারি, ছানবিন, ধরপাকড়!

বর্ডারে নজরদারি কড়া করা হয়েছে বিশেষ করে দুর্গাপুজোর দিনগুলোতে সীমান্তবর্তী কড়া নজরদারি হওয়া সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশের ঘটনা থামছে না।

ফের ভারতে গেল করল দুই বাংলদেশি। কোচবিহারের হলদিবাড়ি ব্লকের পারমেখলিগঞ্জ গ্রামপঞ্চায়েতের ঝাড়সিংহাসন এলাকার সীমান্তগ্রামবাসীরা তিস্তা নদীর উন্মুক্ত সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ার সন্দেহে দুইজনকে ধরে পুলিশের কাছে তুলে দেন।

জানা যাচ্ছে, দুজন পুজো দেখতে ভারতে অবৈধ অনুপ্রবেশ করেছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে রাতের অন্ধকারে। দুজনে নাকি বাইকে করে যাচ্ছিল।

তবে এইভাবে অচেনা দেখতে পেয়ে গ্রামবাসীদের সন্দেহ হয়। সন্দেহের বশে তারা দুজনকে থামানোর চেষ্টা করে। তবে ঐ দুইজন না থেমে পালানোর চেষ্টা করে। অবশেষে তাঁদের ধাওয়া করে ধরা হয় ।

ধৃতদের নাম দশরথ রায় (২৭), কালীদাস রায় (৫০)। তারা বাংলাদেশে নীলফামারী জেলার ডোমার উপজেলার বাসিন্দা।

তাদের কাছ থেকে কিছু ভারতীয় মুদ্রা ও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন চলছে। অনেকে ধর্মীয় উৎসব করতে না পেরে সীমান্ত পেরিয়ে ভারতে যাবার চেষ্টা করেছে। তবে আইন বিরুদ্ধভাবে অনুপ্রবেশ করা ঠিক নয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *