ঢাকা: দেশজুড়ে গণআন্দোলনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন শেখ হাসিনা। এরপরেই ২০২৪ সালে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তিনি।

তারপর থেকেই দেশের অবস্থার অবনতি ঘটতে শুরু করেছে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটেছে।

সব ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার খেলা চলছে দেশে। এবার গাজীপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে।

আদালতের নির্দেশে জুলাই গণঅভ্যুত্থানে নিহত তৈরি পোশাক শ্রমিক মো. মাহফুজের ভাই আপেল মাহমুদ সোমবার মামলাটি করেন। এমনটাই জানা গিয়েছে।

উক্ত মামলায় শেখ হাসিনাসহ সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলীকেও আসামি করা হয়েছে।

এই মামলায় অজ্ঞাতনামা আছেন ৩০০/৪০০ আসামি।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যায় জড়িত থাকা ও প্ররোচণার অভিযোগে গাজীপুরের কালিয়াকৈরে দুটি হত্যা মামলা রুজু করা হয়েছে।

একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শাজাহান খানসহ ৪০০ জনকে আসামি করা হয়েছে।

এবং অপরদিকে অন্য একটি মামলায় সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী, নৌ পরিবহনমন্ত্রীসহ ৩১৬ জনকে আসামি করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *