ঢাকা: ঈদ উপলক্ষে অনেকেই বাড়ি ফিরছেন। আত্মীয়, পরিবারের সাথে সবাই ঈদের আনন্দ করতে চান। যার ফলে সড়কে গাড়ির চাপ বেড়েছে কয়েকগুণ।
এই অবস্থায় যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আগামিকাল কোরবানির ঈদ। ঈদের আগের দিন অর্থাৎ আজ শুক্রবার (৬ জুন) সকাল থেকে বাড়ি যেতে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে ভিড় করছেন।
কিন্তু দুঃখের খবর হচ্ছে সকাল থেকে উত্তরবঙ্গের রুটে বাস নেই। যাত্রীদের মন খারাপ হয়ে যায়। এবং অনেক যাত্রী টিকেট ফেরত দিচ্ছেন।
তাছাড়া, অন্য রুটে বাস থাকলেও তা নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে ছাড়ছে। এই সময় সময়ের হিসেব নিকেশ থাকে না।
এই গরমে সেদ্ধ হচ্ছে শিশুরা মায়েদের সাথে।
মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে ভিজিলেন্স টিমের দায়িত্বরত সদস্যরা জানাচ্ছেন,ঈদে যাত্রীর চাপ বেশি আর বাসের সংখ্যা কম।
বিভিন্ন জেলায় যানজট থাকায় নির্ধারিত সময়ের মধ্যে বাস ঢাকায় ঢুকতে পারছে না। তাই টার্মিনাল থেকে বাস ছাড়তে সময় লাগছে।
এদিকে, বাস না পেয়ে অনেকে ট্রাকে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। যে যেভাবে পারছেন ছুটছেন।