ঢাকা: দিকে দিকে শুরু হয়ে গেছে প্রতিবাদ মিছিল। দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানুষের সামনে এগোনো ছাড়া আর কোনো পথ থাকে না।

বিগত ১০ মাসে শোষণ, নির্যাতনের শিকার বাংলাদেশের জনগণ। আওয়ামী লীগ রাজপথে নেমেছে। ছড়িয়ে পড়ছে ইউনূস বিরোধী আন্দোলন।

বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক -শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনের বিচার বন্ধ এবং অবৈধ দখলদার ইউনুসের পদত্যাগের দাবীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এমপির নির্দেশে ঢাকা-১৪ আসনের আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গাবতলীতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়।

রাজধানীজুড়ে নতুন চিত্র দেখা যায়। শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার ইত্যাদি স্লোগানে কম্পিত হয় রাজপথ।

রাস্তা-ঘাট, মোড়, অলিগলি সবখানে ঢেউ খেলছে জাতীয় পতাকা, মিছিলের আওয়াজে কাঁপছে রাজধানী।

আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হাজারো নেতা-কর্মী একযোগে রাস্তায় নেমেছে, অন্তর্বর্তী সরকারকে সরিয়ে গণতন্ত্র পুনঃস্থাপনের অঙ্গীকারে নেমেছে সবাই।

বাংলাদেশের সাধারণ মানুষ বলছে, “আওয়ামী লীগকে আবার জেগে উঠতে হবে, দেশের জন্য, মানুষের জন্য।”

বিগত ১০ মাস ধরে শান্তিতে নেই দেশবাসী। ইউনূস সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, শিক্ষাকে শেষ করে দিয়েছে। আর বিচারবৈতো হাতের পুতুল।

দুঃসময়ে একমাত্র ভরসা আওয়ামী লীগ।

একজন রিকশাচালক বলছেন ইউনূস সরকারের তাদের জীবন যাপনের কথা:

“ইউনুসের শাসনে তো রিকশাও চালাইতে ভয় লাগে। পুলিশ ধইরা নেয়, টাকা না দিলে ছাড়ে না। আওয়ামী লীগ থাকলে অন্তত খাইতে পারতাম।”

দেশের মানুষ বুঝে গেছে, বিকল্প নেই আর। আওয়ামী লীগ হতে পারে একমাত্র বিষ উদাহরণের ওষুধ।

মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ। তাঁরা বোঝে মানুষের কষ্টটা ঠিক কোন‌ জায়গায়।

ইউনূসকে সরতেই হবে, আওয়ামী লীগ আসতেই হবে- এই কথায় দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশের মানুষ।

ঢাকাসহ সারাদেশের প্রতিটি নির্বাচনী এলাকায় উত্তাল জনস্রোত—যেখানে মানুষের কণ্ঠে একটি মাত্র স্লোগান: “ইউনুস হটাও, দেশ বাঁচাও।”

রাজধানী ঢাকায় দফায় দফায় মিছিল, স্লোগান ও প্রতিবাদ সভার মাধ্যমে জনতা জানিয়ে দিয়েছে তারা কোনো অবৈধ সরকারের দুঃশাসন মেনে নেবে না।

শুধু রাজধানী ঢাকা নয়, খুলনা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ সব বিভাগে নির্বাচনী এলাকাভিত্তিক মিছিল, প্রতিবাদ ও সভা অনুষ্ঠিত হচ্ছে।

ইউনূস বিরোধী স্লোগানে মুখর বাংলাদেশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *