ঢাকা: এবার সাকিব আল হাসানসহ ১৫ জনের নামে দুদকের মামলা!
শেয়ারবাজার থেকে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন- সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের ওরফে হিরু, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম।
জানা যাচ্ছে, আসামিদের বিরুদ্ধে ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
তবে প্রশ্ন এখানে না, অন্য জায়গায় উঠছে।
সাকিব আল হাসান আওয়ামী লীগ সরকারের এমপি ছিলেন।
আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ। মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে শত্রু মনে করে।
এবং ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভুয়া মামলা দিয়ে গ্রেপ্তার করানো হচ্ছে। ষড়যন্ত্রমূলক গ্রেপ্তারি চলছে আওয়ামীলীগের ব্যথা।
যেহেতু সাকিব আওয়ামী লীগের, সেই প্রতিশোধেই তাঁকে গ্রেপ্তার করা হলো কিনা, সে নিয়ে আলোচনা চলছে।