ঢাকা: বাংলাদেশে এখন জোর জুলুমের রাজ চলছে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘুদের ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের গ্রেফতার, তাদের উপর নির্যাতন-নিপীড়ন এবং সাংবাদিকদের উপর অবিচার হয়ে চলেছে ইউনূসের আমলে।

ড. মুহাম্মদ ইউনূস, জামায়াত, শিবির ও বিএনপিকে দিয়ে সারা দেশে হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুঠতরাজ, মন্দির-গির্জা ভাঙচুর, সংখ্যালঘুদের হত্যা, পুলিশ-আনসার হত্যা, আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা, হামলা করে ব্যাপক ক্ষতিসাধনের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলেছে।

হরণ করা হয়েছে বাকি স্বাধীনতা। মানুষের বাক স্বাধীনতা হরণ মারাত্মক অপরাধ। যা এ দেশে অহরহ ঘটছে।

সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ওপর হামলা, হয়রানি এবং অনলাইনে লিঙ্গভিত্তিক ‘অপতথ্য’ ছড়ানোর বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে ‘মিডিয়া মনিটরিং রিপোর্ট’ প্রকাশ করেছে গবেষণাধর্মী সংগঠন— ভয়েস।

শনিবার রাজধানীর কারওয়ান বাজারে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,তাদের প্রতিবেদনে মতপ্রকাশ, বাকস্বাধীনতা, সংগঠন বা সমাবেশ করার মত মৌলিক অধিকার ‘গভীর সংকটে’ পড়ার তথ্যগুলো উঠে এসেছে।

উদিসা ইসলাম বলেছেন, “সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর ক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

একেকটি মামলায় ৩০০ থেকে ৫০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হচ্ছে, যার মধ্যে সাংবাদিকও রয়েছেন। এ ধরনের মামলা ভয়ভীতি প্রদর্শনের অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *