ঢাকা: বাংলাদেশে পরকীয়া বাড়ছে হুঁ হুঁ করে। শোনা যায়, দেখা যায় প্রায় অধিকাংশ সংসারে স্বামী স্ত্রী রেখে বাইরে পরকীয়া করছে, আবার স্ত্রীও বাইরে পরকীয়া করছে।
এই নিয়ে অদ্ভুত এক ঘটনা ঘটে গেলো দেশে। ছেলের পরকীয়া ঠেকানোর জন্য মা বিমানে ভুয়া বোমার নাটক করলেন!
উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেপালগামী উড়োজাহাজটি থামানোর কারণ নিয়ে এমনই অদ্ভুত তথ্য দিয়েছে র্যাব।
শনিবার কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, এই ঘটনায় ‘প্রেমিকা’ নিয়ে নেপালে চলে যাওয়া কামরুজ্জামান ইমন নামের ওই ব্যক্তির মা, স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেছেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি এক ব্যক্তি তার প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে করে কাঠমান্ডু যাচ্ছিলেন। সে বিষয়টি তার স্ত্রী ও মা জানতে পারেন।
পরে ওই ব্যক্তির এক বন্ধুর থেকে তথ্য নিয়ে ওই মা এয়ার ট্রাফিক কন্ট্রোল ফোন করে বিমানে বোমা আছে এমন ভুয়া সংবাদ দেন।”
মায়ের ইচ্ছা ছিলো, ছেলে যেন সেই প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যেতে না পারে এ জন্য এই পরিকল্পনা করেছিলেন।
তবে এর ফলে বাকি যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন বহু সময়।
বোমার খবর পাওয়ার পর যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের উড়োজাহাজ থেকে নামিয়ে স্ক্রিনিং শেষে লাউঞ্জে স্থানান্তর করা হয়।
বিমান বন্দরের বম ডিসপোজাল ইউনিট দ্রুত সেখানে গিয়ে তল্লাশি শুরু করে। তবে কিছু পাওয়া যায়নি।