ঢাকা: বাংলাদেশ বিগত নয় মাসে মগের মুল্লুকে পরিণত হয়েছে। মুহাম্মদ ইউনূস ইউনূস দেশটাকে মগের মুল্লুকে পরিণত করেছেন। এখন শুরু হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলন।

আসলে শাহবাগে ‘আওয়ামী লীগ নিষিদ্ধ’ আন্দোলনের নামে ৭১-এর বাংলাদেশকে টার্গেট করা হচ্ছে । ইউনুস-জামাত-উগ্রবাদী চক্র একসাথে রাজপথে।

‘আওয়ামী লীগ নিষিদ্ধ করো’— এই দাবির আড়ালে শাহবাগে গড়ে উঠেছে এক ভয়ঙ্কর জোট। মুখে গণ আন্দোলন, বাস্তবে স্বাধীনতা ও বঙ্গবন্ধুর চেতনাবিরোধী অপশক্তির সংঘবদ্ধ ষড়যন্ত্র।

এই আন্দোলনের আসল উদ্দেশ্য আওয়ামী লীগ নয়, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র ধ্বংস করা। এদের ছায়া নেতৃত্বে আছেন ড. ইউনূস — যিনি কর ফাঁকি, লাইসেন্স সুবিধা ও রাষ্ট্রীয় অনুমোদন নিয়ে সুবিধাভোগী হয়েও আজ বিদেশি শক্তিকে খুশি করতে স্বাধীনতা- বিরোধীদের মদত দিচ্ছেন।

এই তথাকথিত আন্দোলন মূলত একটি বিভ্রান্তিমূলক নাটক, যার মাধ্যমে জনগণের দৃষ্টি সরানো হচ্ছে রাখাইন করিডর প্রশ্নে জাতীয় স্বার্থ বিরোধী সিদ্ধান্ত থেকে, রোহিঙ্গাদের অবাধ বিচরণ ও স্থায়ী হওয়ার বিপদ থেকে, বন্দর ইজারা ও গুরুত্বপূর্ণ স্থাপনার বিদেশি নিয়ন্ত্রণে হস্তান্তর থেকে।

উল্লেখযোগ্য যে, আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবিতে শনিবার রাজধানীর শাহবাগে গণজমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার রাতে শাহবাগে নতুন কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, “আগামীকাল তিন দফা দাবিতে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি আগামীকাল বিকাল ৩টার দিকে শাহবাগে গণজমায়েত পালন করা হবে।

“সারা দেশে যেখানে যেখানে জুলাই আন্দোলন হয়েছে, আমরা সেখানে সেখানে গণজমায়েত ঘোষণা করছি। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না। আগামীকাল আওয়ামী লীগের নির্যাতন ও নিপীড়নের চিত্র পদর্শিত হবে।”

তাদের দাবির মধ্যে রয়েছে- সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আওয়ামী লীগ ও দলটির সব অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করা; আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাই ঘোষণাপত্র জারি করা।

শাহবাগে অবরোধ কর্মসূচিতে হাসনাত বলেন, “গতকাল রাত ১০টা থেকে আমরা আমাদের অবস্থান কর্মসূচি শুরু করেছি। আমরা জানি না এ কর্মসূচির শেষ কোথায়। যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগকে নিষিদ্ধ হয়, ততক্ষণ পর্যন্ত এ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *