ঢাকা: এদের না আছে মান, না আছে সম্মান! শিক্ষকদের উপর ক্রমাগত আক্রমণ করে আসছে ছাত্রদল।

তবে বর্তমান সময়ে প্রশাসনের ভূমিকা যথেষ্ট প্রশ্ন চিহ্নের মাঝে পড়ে আছে?

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর শাখা ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় ছয় ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

এরমধ্যে তিনজনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং দুইজনকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞাসহ একজনকে সর্তক করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান (সেশন: ২০১২-১৩) এবং দর্শন বিভাগের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম (সেশন: ২০১২-১৩)-কে ক্যাম্পাসে প্রবেশাধিকারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন হোসেন সাইফ (সেশন: ২০২০-২১), সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আবু হেনা মুরসালিন (সেশন: ২০১৮-১৯), বাংলা বিভাগের শিক্ষার্থী ইমরান হাসান ইমান (মাস্টার্স সেশন: ২০২৩-২৪)-কে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. আজিজুল হাকিম (সেশন: ২০২০-২১)-কে সতর্ক করা হয়েছে এবং তার নামে ভবিষ্যতে শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিযোগ পাওয়া গেলে কারণ দর্শানো ছাড়াই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।

এই সিদ্ধান্ত উপাচার্যের নির্দেশক্রমে কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিগত এক বছরে তৃণমূল পর্যায়ে বিএনপি’র নেতা-কর্মীদের কম কীর্তি দেখা গেলো না!

কবরস্থানে পর্যন্ত চাঁদাবাজি করেছে এরা। পাশাপাশি ছাত্রদলের দাদাগিরি তো আছেই।

ময়মনসিংহে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাসহ তিনজন গ্রেপ্তার হয়েছে।

আরো যেমন চাঁদা না পেয়ে শ্রমিকদের পিটিয়েছে এর আগে যুবদল নেতা। এরকম বহু হাজার হাজার ঘটনা এরা ঘটিয়ে রেখেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *