ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশের রেলপথে আবারো দুর্ঘটনা দেখা দিলো। ফের ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটলো। শনিবার আখাউড়া রেলওয়ে স্টেশনে ঘটলো লাইনচ্যুতির ঘটনা। এবার যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।এই ঘটনায় তাৎক্ষণিকভাবে বড়সড় ক্ষতি না হলেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আখাউড়া রেলওয়ে জংশনে কন্টেইনার ট্রেন লাইনচ্যুত হয়েছে।শনিবার দুপুর সোয়া ২টা নাগাদ আখাউড়া রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়।

আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী বলেছেন, “ঢাকা অভিমুখী কনটেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।“এতে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে না। দুর্ঘটনায় পড়া বগিটি উদ্ধারের চেষ্টা চলছে।”

উল্লেখযোগ্য যে, এই ঘটনার একদিন আগেই, শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকায় একই ধরনের দুর্ঘটনা ঘটে।

এতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কনটেইনার ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে, এর ফলে কয়েক ঘণ্টার জন্য ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রেলপথে চলাচল বন্ধ হয়ে যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *