টেকনাফ: মাদক পাচার, খুন খারাবি, রাহাজানি, কোনদিকে কম আছে এখন বাংলাদেশে?
মাদক কারবারিদের নিরাপত্তা দিয়ে রেখেছে রাজনৈতিক দলগুলো। এরাও মস্তানি শুরু করেছে।
কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিনে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধারসহ ১৭ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতেই শুক্রবার মধ্যরাতে কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরী কর্তৃক সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭ কোটি ২ হাজার টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার ইয়াবা, ৪০ প্যাকেট ম্যারিজ সিগারেট জব্দ করা হয়েছে। এবং ১৭ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।