ঢাকা: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন দলের অনেক অদক্ষ নেতা এসেছেন। কেউ কেউ ব্যর্থ হয়েছেন, কেউ কেউ দিশাহীন ছিলেন। কিন্তু ড. মুহাম্মদ ইউনূস তাদের সবার থেকে ভিন্ন—বিগত নয় মাসে দেশের পরিস্থিতি দেখে তাই মনে হলো। বাংলাদেশে জনরোষ বাড়ছে সব মিলিয়ে।

দেশের অভ্যন্তরে অর্থনৈতিক স্থবিরতা, বৈদেশিক ঋণের সংকট, প্রকল্প বাস্তবায়নে ভাঙন ধরেছে। দেশে ত্রাহি ত্রাহি অবস্থা। ঋণ প্রতিশ্রুতি ধসের মুখে, অর্থ ছাড় কমে গেছে, উন্নয়ন থেমে আছে, বিনিয়োগকারীরা পালাচ্ছে।

এদিকে, “এক সপ্তাহের মধ্যে ৫০ হাজার নতুন পুলিশ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেন”- ইনকিলাব মঞ্চের হাদী। এটিকে মুহাম্মদ ইউনূসের অবৈধ সরকারের নতুন নাটক রচনা বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত , অন্তর্বর্তী সরকারকে এক সপ্তাহের মধ্যে ৫০ হাজার পুলিশ নিয়োগের আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে ইনকিলাব মঞ্চ আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, অরাজকতা, স্বজনপ্রীতি, ঘুষ-দুর্নীতি, বেহাল অর্থনীতি, করিডোর-বন্দর-সামরিক সুবিধা দেয়া, নির্বাচন দিতে টালবাহানা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর চলমান নিপীড়ন নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *