ঢাকা: সারা বাংলাদেশ অচল হয়ে পড়েছে অবরোধে।

ঢাকা পলিটেকনিক সাত রাস্তা আটকে দিয়েছে। দিনাজপুরের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে দিনাজপুরের পলিটেকনিক শিক্ষার্থীরা।

রেল ও সড়ক আটকে দিয়েছে রাজশাহী পলিটেকনিক। ভয়াবহ অবস্থা শুরু হয়েছে রাস্তায়।

গাজীপুরের ইঞ্জিনিয়ার গন চৌরাস্তা আটকে দিয়ে পুরো উওর বঙ্গের গাড়ি চলাচল বন্ধ রেখেছে।

এদিকে, সড়ক অবরোধ করেছে বরিশাল পলিটেকনিক। কোনোদিক বাকি নেই।

দেখা‌ গেছে, ঠাকুরগাঁওয়ে কারিগরি শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে, চার উপজেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ।

প্রতিদিন কোনো না কোনো কারণে দেশে আন্দোলন হচ্ছেই।

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

চার দফা দাবিতে আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাতরাস্তা মোড় অবরোধ করেন।

চার দফা দাবি হলো: প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা;

বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা;

কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা এবং ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।

এর ফাঁকেই আন্দোলনকারী একজন শিক্ষার্থী বলেন, এর আগে ছয় দফা দাবিতে আন্দোলনে নামতে হয়েছিল। সেগুলো সরকার মেনে নিলেও এখনো বাস্তবায়ন করা হয়নি। সেগুলো বাস্তবায়ন করতে হবে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা সড়ক ছাড়বেন না বলে দিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *