ঢাকা: বাংলাদেশের আট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া সম্পর্কে এই তথ্য জানানো হয়েছে।
বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর প্রায় সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে।
এদিকে আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। মিলিমিটার ছিলো ২০২ ।