ঢাকা: বডিগার্ড নিয়ে গেলেন, সেই বডিগার্ডরাই আওয়ামী লীগের ক্ষোভের মুখে পড়ে বেহাল অবস্থা। এ কেমন মানব ঢাল নিলেন মহাজন? শেষে ঢাল ছেড়ে গোপনে চোরের মতো পালিয়ে পচা ডিম থেকে বাঁচলেন! বেগতিক অবস্থা!
বলা হয়েছিল আমেরিকা সফরে আওয়ামি লিগের বিক্ষোভ সামলাতে বিএনপি ও জামায়াতে ইসলামির দুই শীর্ষ নেতা এবং এনসিপির দুই নেতা-নেত্রীকে মানব-ঢাল করে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বাস্তবে বিমান থেকে নামার পর নিরাপত্তার চাদরে মুড়ে ইউনূস নিজে গাড়িতে উঠে গেলেও আওয়ামি লিগের আগ্রাসী বিক্ষোভের মুখে পড়লেন তাঁর সমর্থক দলগুলির নেতা-নেত্রীরা।
ডিম খেতেই থাকেন একটার পর একটা এনসিপি নেতা আখতার হোসেন। তাঁর পিঠ ভর্তি ডিম। তাঁর জ্যাকেট ভিজে যায়। সঙ্গে চলে অকথ্য গালিগালাজ।
নিরাপত্তা রক্ষীরা ইউনূসকে গাড়িতে চাপিয়ে বার করে নিয়ে যাওয়ার সময়ে রাস্তায় শুয়ে পড়েন তিন বিক্ষোভকারী। কিছু ক্ষণের জন্য থমকে যায় গাড়ি।
বডিগার্ডের নিরাপত্তার প্রয়োজন ছিলো, তাই দিতে পারলেন না ইউনূস? এই নিয়ে যথেষ্ট সমালোচনা চলছে।
ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, রাজনৈতিক নেতাদের অনিরাপদ অবস্থায় রেখে সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের এয়ারপোর্ট ত্যাগ লজ্জাজনক।
ইউনূসের মানব ঢাল তথা সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. নকিবুর রহমান তারেক।
আবিদ লিখেন, ‘প্রধান উপদেষ্টা যখন নিরাপদে প্রস্থান করছেন, তখন তাদের সফরসঙ্গী নেতারা অনিরাপদ অবস্থায়। এটি শুধু ব্যক্তিগত নিরাপত্তার ব্যর্থতা নয়, দেশের কূটনৈতিক মর্যাদারও ক্ষতি করে।”
উল্লেখযোগ্য যে, সম্প্রতি ওয়াশিংটন ও লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও তাঁর সফরসঙ্গীরাও হেনস্থার শিকার হয়। বিক্ষোভে ফেটে পড়ে আওয়ামী লীগ।
এর পরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে ইউনূসের নিউইয়র্ক সফরসূচি ঘোষণা হওয়ার পরেই ‘যেখানে ইউনূস, সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি নেয় আমেরিকার আওয়ামি লিগ শাখা।
এর পরেই ভয়ে ইউনূস সফরসঙ্গী হিসাবে বেছে নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, তারেক রহমানের ঘনিষ্ট এক নেতা, জামায়াতে ইসলামির নায়েবে আমির মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং নেত্রী তাসমিন জারাকে।
নেটিজেনরা ব্যঙ্গ করতে থাকেন, বিক্ষোভকারীদের হাত থেকে রক্ষা পেতে সমর্থক দলগুলির নেতাদের দেহরক্ষী বানিয়ে নিয়ে যাচ্ছেন ইউনূস। সিকিউরিটি গার্ডের পোশাকে তাঁদের ছবিও ভাইরাল হয়।