ঢাকা: সংস্কারের নামে চলছে গণগ্রেফতার ও আওয়ামী লীগ নিধন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার নামে চলছে প্রহসন।
মিথ্যা প্রহসনের মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে এক একজনকে।
এইবার ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সাবেক চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেনসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত ১০টা নাগাদ সাভারের আশুলিয়ার নবীনগর আবাসিক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ধামরাইয়ের উপজেলা সাবেক চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেছ হোসেন (৫৮), ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য ও ধামরাই পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন (৪৫), ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান (৪২), নবযুগ কলেজের ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম (৩০) এবং ছাত্রলীগ নেতা আহাদ হোসেন (৩২) ।
