হবিগঞ্জ: ইউনূসের পুলিশ বাহিনীর অবস্থা এমন ঠুঁটো জগন্নাথ হয়েছে যে একটা মোবাইল চোর ধরতে গিয়ে কিল খেয়ে ফিরে আসছে!
এমনই ঘটনা ঘটেছে হবিগঞ্জে।হবিগঞ্জের নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর বেদম হামলা হয়েছে। এতে করে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
এই ঘটনায় গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজনকে আটক করা হয়েছে বলে খবর।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ পৌরসভার শিবপাশা এলাকায়।
যারা আহত হয়েছেন, তাঁরা হলেন
উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান (৩০), পুলিশ সদস্য মাইনুল ইসলাম (৩২), এএসআই মোশারফ হোসেন (২৯), কনস্টেবল শাহ ইমরান (২৭) ও পল্টন চন্দ্র দাশ (২৫) আহত হন।
ইউনূসের জামাতি পুলিশ এক চোর ধরতে গিয়ে মার খেয়ে আসছে, এরা দেশ রক্ষা করবে? মবের হাতে জনতাকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে তামাশা দেখছে। তারপর আসছে লাশ উদ্ধার করতে!
এই যদি হয় প্রশাসনের গতি তাহলে জনগণ আর কার কাছে নিজের বিচার চাইবে?
