সিরাজগঞ্জ: সড়ক দুর্ঘটনায় প্রায় প্রতিদিন আরোহী, চালক, জনগণের মৃত্যু হচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সজাগতা নেই। একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে।
এইবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভটভটির ধাক্কায় অটোরিকশার আরোহী ভাই-বোন এবং চালকের মৃত্যু হয়েছে।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার উলিপুর ব্রিজের পূর্ব পাশে।
নিহতরা হলেন- তাড়াশ পৌর এলাকার দক্ষিণপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ১২ বছর বয়সী মো. জনি, তার আট মাসের বোন তুবা এবং অটোরিকশার চালক ৫২ বছর বয়সী হাইফোত হোসেন।
বেপরোয়া গতি প্রাণ কাড়ছে জনগণের। কিন্তু তবুও গতি কমে না।
স্থানীয়রা ঘটনা সম্পর্কে বলছেন, একটি গরু বোঝাই ভটভটি বেপরোয়া গতিতে নওঁগা হাটের দিকে যাচ্ছিল। এতটাই গতি ছিলো যে পথে একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে দেয় আচমকা।
এতে অটোরিকশার চালক হাইফোত, শিশু জনি ও তুবা আহত হয়।
পরে এলাকার লোকজন মিলে হাইফোত ও জনিকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি জিয়াউর রহমান বলেছেন, “তুবাকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে সে মারা যায়।”
