চট্টগ্রাম: ৫ আগস্ট বিএনপি – জামাত সন্ত্রাসীদের হামলায় থানার সকল অস্ত্র ও নথি পত্র লুট হয়, থানায় আগুন ও সরকারী সকল গাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। সেই অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি জঙ্গী সরকার।
উদ্ধার করেনি বলতে এরাই জোট বেঁধে সকল ষড়যন্ত্রের মূলে। মাঝে মধ্যে একটা দুটো অস্ত্র উদ্ধার করে দেখানো হচ্ছে।
চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও ও পাঁচলাইশ থানার যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১০ অক্টোবর ভোর ৪টা পর্যন্ত একাধিক স্থানে অভিযান চালানো হয়।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তাঁরা: মো. বেলাল (২৮), হৃদয় বড়ুয়া (৩০) ও মো. আজাদ (২৩)। তবে ঘটনাস্থল থেকে মূলহোতা শহিদুল ইসলাম বুইশ্যা, আইয়ুব আলীসহ আরও ২৪ জন পলাতক হয়েছে।
উক্ত অভিযানে বিদেশী পিস্তল ৫টি, একনলা ছোট বন্দুক ১টি, একনলা লম্বা বন্দুক ২টি, দেশীয় শর্টগান সদৃশ পাইপগান ২টি, দেশীয় শুটার গান ১টি, দেশীয় একনলা লম্বা বন্দুক ২টি, বন্দুকের কার্তুজ ৫৮টি, পিস্তলের বুলেট ৯৫টি, পটকা ৯টি, পিস্তলের ম্যাগাজিন ১৩টি, নগদ ৪,২০,০০০ টাকা, টাকা গণনার মেশিন ১টি, ইয়াবা ৩,৫০০ পিস, গাঁজা ১,১০০ পুরিয়া (৫.৫ কেজি), ওয়াকিটকি ২টি, ড্রোন ১টি, সিসি ক্যামেরা ৭টি, ডিভিআর ২টি, মোটরসাইকেল ১টি সহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, পলাতক আসামীদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত মো. আজাদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় অস্ত্র ও দস্যুতা সংক্রান্ত দুটি মামলা আছে।
