রাজশাহী: ধারণা আগেই ছিলো যে, ডাকসুর মতোই হবে জাকসু, চাকসু । তাই হয়েছে। এবার রাকসু! হয়তো তাই হবে। এরপর জাতীয় নির্বাচন। অপেক্ষা শুধু সময়ের। কেন এমন হচ্ছে ভাবতে হবে। বুঝতে হবে। গুপ্ত সংগঠন ছড়িয়ে পড়েছে! এবং তারা তাদের কাজ করে যাচ্ছে।

শুরু হলো রাকসু নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

আজ, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকেই ভোটগ্রহণ শুরু হয়ে গেছে। ভোট চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

এবং জানা গিয়েছে, আজ বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ১৭টি কেন্দ্রের ফলাফল গণনা শুরু হবে।

রাকসু নির্বাচনে ভোটার হচ্ছেন ২৮ হাজার ৯০১। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে মোট ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাকসু নির্বচনে ভিপি পদে মূল লড়াই হচ্ছে ছাত্রশিবির সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ ও ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবীরের মধ্যে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *