ঢাকা: দেশে নির্বাচনের পরিবেশ নেই- এই কথা যতদিন না বলছে ততদিন এই সরকারের শান্তি নেই। এবং তার আগে যতভাবে দেশটাকে অস্থির করা যায়, করছে তারা।
এখন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, দেশে অবশ্যই নির্বাচন করার পরিবেশ আছে।
তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা দায়িত্ব পালন করবে। একই সঙ্গে দায়িত্ব পালন করবে দেড় লাখ পুলিশ। ভোটের দিন সারা দেশে দায়িত্ব পালন করবে সাড়ে ৫ লাখ আনসার।’
আজ সোমবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এই তথ্যগুলো জানান ইসি সচিব।
লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘লুট হওয়া ৮৫ শতাংশ রিকভারি হয়েছে, বাকিটা হয়নি কাজ চলমান।’
