ঢাকা: শিক্ষক আন্দোলনের ঢেউ বাড়ছে। রীতিমতো টর্নেডোর রূপ নিচ্ছে।

শিক্ষকদের কেবল স্লোগান নয়, এটা এক জাতির শিক্ষকদের শেষ চিৎকার—অবমূল্যায়নের বিরুদ্ধে, অমানবিক নীরবতার বিরুদ্ধে!

যারা কলম ধরিয়ে দিয়েছেন সমাজকে, আজ তারাই বুক চিরে ন্যায় চাইছেন…!

এটা বলাই যায়, অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়ছে।

শিক্ষা উপদেষ্টাকে দুই দিনের সময় দেয়া হয়েছে। হুঁশিয়ারি আন্দোলনরত শিক্ষকদের। ২২ অক্টোবর পর্যন্ত সময় দেয়া হয়েছে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবি বাস্তবায়নে শিক্ষা উপদেষ্টাকে দুই দিন সময় বেঁধে দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত না নিলে যমুনা ঘেরাও করবেন শিক্ষকরা।

এছাড়াও আজ মঙ্গলবার (২১ অক্টোবর) ১২টায় মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনার থেকে শাহবাগে অবস্থান নেবেন শিক্ষকরা।

সোমবার (২০ অক্টোবর) শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই আল্টিমেটাম ঘোষণা করেছেন।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন, ‘আমাদের সিদ্ধান্ত হলো আমরা আগামী ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করবো। এরপরও যদি প্রজ্ঞাপন না হয়, যে পরিবেশ তৈরি হবে তা বাংলাদেশ কখনও দেখেনি। সবাইকে ঢাকায় এনে আমরা যমুনা ঘেরাও করবো।’

অধ্যক্ষ আজিজী বলেন, ‘আজ থেকে কর্মসূচি আমরণ অনশনে গেছি। আমরণ অনশনে আমাদের চার জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তারা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এখানে প্রায় সবাই কম-বেশি অসুস্থ। এ আমরণ অনশনের মাধ্যমে যদি কোনও প্রাণহানি ঘটে, এর দায়-দায়িত্ব শিক্ষা উপদেষ্টাকে নিতে হবে।’

সরকারের প্রতি হুমকি দিয়ে অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী পরিষ্কার বলেন, ‘আপনারা যদি আবরার সাহেবের (শিক্ষা উপদেষ্টা) কূটচালে পা দিয়ে শিক্ষকদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ান, সারা দেশ থেকে লংমার্চ করে আপনার অফিসে তালা দেওয়া হবে।

আমরা শিক্ষা উপদেষ্টার কোনও সিদ্ধান্ত মানি না। আবরারকে উপদেষ্টা মানি না। যদি আবরার পারে, তাহলে আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দিতে হবে। আর তা না হয় তাকে শিক্ষা মন্ত্রণালয় ছাড়তে হবে।’

অধ্যক্ষ আজিজী হুমকি দিয়ে বলেন, ‘বিএনপি মহাসচিবের অনুরোধের পর যদি প্রজ্ঞাপন জারি করা না হয়, আবরার সাহেবকে টেনেহিঁচড়ে মন্ত্রণালয় থেকে বের করা হবে। আমরা সচিবালয়ের প্রত্যেকটা পয়েন্টে অবস্থান নেবো।

আমরা দেখবো আবরার সাহেব শিক্ষকের বুকের ওপর মাড়িয়ে কীভাবে সচিবালয়ে ঢুকেন। আমরা শুনেছি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ হচ্ছে, শিক্ষক ভাইদের অনুরোধ করবো, প্রশিক্ষণ প্রত্যাহার করে আপনারা চলে আসুন। আবরার ভণ্ডের অধীনে কোনও প্রশিক্ষণ হতে পারে না। আগামীকাল ১২টায় মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনার থেকে শাহবাগে অবস্থান নেবো।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *