ঢাকা: “২৬ লক্ষ ভারতীয় চাকরি করে বাংলাদেশে” বলা আসিফ নজরুলকে মাইলস্টোন এর সাধারণ ছাত্র ছাত্রীরা যে সম্মান দিয়েছে ভুয়ো ভুয়ো বলে, সম্মান থাকলে তিনি আর ভারতীয়দের নিয়ে কথা বলবেন না।
২৬ লক্ষের জায়গায় ২৬ জনকেও তো দেখাতে পারেননি তিনি অথচ সেই ভারতের থেকেই সাহায্য নিতে হলো তো বাংলাদেশকে!
ভারত ছাড়া গতি নাই! তবুও রাজাকারদের ভাষার পরিবর্তন নাই।
পৃথিবীটা গোল। সবার জন্য সব সময় অপেক্ষা করে আছে।
মাত্র এক বছরের ব্যবধানে জুলাই নেতা থেকে অবরুদ্ধ নেতা হলেন ছাত্রদের হাতেই।
মাইলস্টোন স্কুলে নয় ঘণ্টা অবরুদ্ধ থেকে অবশেষে মুক্তি পেয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস-সচিব শফিকুল আলম।
তবে, এই নয় ঘণ্টা নিয়ে যে আসিফ নজরুল কোনো এক মেলায় বই লিখবেন, এ-কথা অবলীলায় বলে দেওয়া যায়। তিনি এ নিয়ে একটা বইও লিখে ফেলতে পারেন।
এনসিপির গুরু আসিফ নজরুল অবরুদ্ধ অবস্থায় অসহায়ত্বের মত হাউ মাউ করতে থাকেন ।
অবশেষে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে টানা নয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের প্রহরায় স্থান ত্যাগ করেন সরকারের আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৭টায় পুলিশের নিরাপত্তায় একটি গাড়িবহরে করে তারা প্রতিষ্ঠানটি ত্যাগ করেন। পরে মেট্রোরেল ডিপোর অভ্যন্তরীণ রাস্তা ব্যবহার করে বহরটি ঘটনাস্থল ত্যাগ করে।