বগুড়া: মব কমান্ডারের বাংলাদেশ! আরামে ঘরে ঢুকছে, খুন‌ করছে, চলে যাচ্ছে! কোনো অসুবিধা নেই।

এবার বগুড়া শহরে ঘরে ঢুকে দুই নারীকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। এ সময় আরও একজন নারী আহত হয়েছেন।

বুধবার রাত সোয়া ৮টার দিকে পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ী এলাকায় নৃশংস এই ঘটনাটি ঘটে বলে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান।

নিহতরা হলেন- ইসলামপুর হরিগাড়ী এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)।

তাঁরা একটাই পরিবারের। দুজন সম্পর্কে দাদী শাশুড়ি এবং নাতি বউ।

ঘটনায় আহত হয়েছেন বন্যা। তিনি নিহত লাইলী বেওয়ার ছেলে বুলবুলের মেয়ে।

আহত বন্যার ফুফাতো ভাই মো. খোকন বলেছেন, “সৈকত নামে এক ছেলে বন্যাকে পছন্দ করে। সে প্রায়ই বিরক্ত করত। আজ সন্ধ্যায় বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় সৈকতসহ আরও সাত-আটজন ঘরে প্রবেশ করে।

“তখন বন্যার ভাবী হাবিবা তাদের গালিগালাজ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা প্রথমে হাবিবাকে গলায় ছুরিকাঘাত করে। এরপর লাইলী বেওয়াকেও গলায় ছুরিকাঘাত করা হয়। এ সময় বন্যা ছুটে এলে তার পেটেও ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।”

তবে আসামিকে এখনো ধরতে পারেনি পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *