ঢাকা: বর্ষার আগেই দেশে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। ডেঙ্গি আক্রান্তের সংখ্যাও বাড়ছে। বেশ কয়েকটি বিভাগে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। উল্লেখযোগ্য যে, চলতি বছর এখনো পর্যন্ত এটি একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু সংখ্যা।
এবং ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে ডেঙ্গি সম্পর্কে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই সম্পর্কে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৪ জন মারা গিয়েছে।
আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ জনের মৃত্যু হয়েছে।
হিসেব অনুযায়ী , চলতি বছর এখনো পর্যন্ত ডেঙ্গুতে ২৮ জনের মৃত্যু হয়েছে।
জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১০৪ জন ডেঙ্গুরোগী।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা অবলম্বন করতে হবে।
ডেঙ্গু কয়েকভাবে সংক্রমিত হতে পারে। এর মধ্যে ভাইরাস বাহক মশার কামড়ে সংক্রমণ হয়, এ ছাড়াও আক্রান্ত ব্যক্তিকে কামড়ে দেওয়ার ফলে ভাইরাস বাহক হয়ে ওঠা মশার কামড় অন্যতম।
অন্তঃসত্ত্বা মায়ের মাধ্যমে গর্ভাবস্থায় নবজাতক ভাইরাসের কবলে পড়তে পারে।
ডেঙ্গু আক্রান্ত হলে রোগীকে বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের জল, ফলের রস, লেবুর শরবত ইত্যাদি খাওয়াতে হবে।
জ্বর ভালো হওয়ার পরও ডেঙ্গুজনিত নানা জটিলতা দেখা দিতে পারে। তাই সবসময় সতর্ক থাকতে হবে এবং নিয়মিত ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে।