ঢাকা: আরো ৪০ জন বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এগুলোই হলো ইউনূস ম্যাজিক।
শুধুমাত্র গত এক মাসে ২০০ এর কাছাকাছি বাংলাদেশিকে অপহরণ করেছে তারা। নিশ্চুপ, নির্বাক জঙ্গী ইউনূস।
সেন্টমার্টিন খালি করার দায়িত্ব এখন আরাকান আর্মির হাতেও দিয়েছে আমেরিকা। জঙ্গী ইউনুস শুধু ঢাকা দখল করছে চট্টগ্রাম এখন আরাকান আর্মির।
মহাজন কে থামানোর কেউ নেই। গোটা দেশ জামাত শিবির জঙ্গীদের হাতে। তাঁর সংস্কারে দেশ আজ আফগানিস্তান হয়ে গেছে।
কক্সবাজারের সেন্টমার্টিনের অদূরে সাগর থেকে পাঁচটি মাছ ধরার ট্রালারসহ ৪০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা।
টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানিয়েছেন, বুধবার বিকেলে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
সাজেদ আহমেদ জানান, ধরে নিয়ে যাওয়া পাঁচটি ট্রলারের মধ্যে তিনটি টেকনাফ পৌর এলাকার, অন্য দুটির মালিক শাহপরিরদ্বীপে বাসিন্দা।
সাজেদ আহমেদ বলেন, সাগরে ২০ থেকে ৩০টি ট্রলার মাছ ধরছিল। হঠাৎ করেই আরাকান আর্মির সদস্যরা এসে অস্ত্রের মুখে পাঁচটি ট্রলার এবং ৪০ জেলেকে জিম্মি করে নিয়ে যায়।
এর আগে যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিলো তাদের এখন পর্যন্ত উদ্ধার করেনি এই জঙ্গী সরকার।
গত আগস্ট মাসে ১৩টি ট্রলারসহ ৮১ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা। তাদের এখনও উদ্ধার করা হয়নি। ইউনূস তো ভেবেই বসে আছে, যার মরা মরুক, আমার পকেট ভর্তি থাকলেই হলো।