ঢাকা: বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা নেই। যা উন্নতি হচ্ছিলো সব পাথর চাপা দিয়ে এখন তাঁরা যাচ্ছেন লণ্ডনে।

বাংলাদেশে আছে শুধু চাঁদাবাজির টাকা থেকে পাথর চুরি।

উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে গিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার সকাল ৭টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০১ ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, সিঙ্গাপুরের ডাক্তারদের পরামর্শেই তিনি চিকিৎসা নিতে লন্ডনে যাচ্ছেন।

সহধর্মিণী বিলকিস আকতার হোসেন এবং ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ তাঁর সঙ্গে রয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *