সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য কাছারি বাড়িতে হামলার ঘটনা ঘটানো হয়েছে।

অডিটোরিয়াম ভাঙচুর, মারধরের ঘটনায় এবার মামলা দায়ের করা হয়েছে।

কাছারি বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বাদী হয়ে বুধবার দুপুরে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন।

শাহজাদপুর ওসি আসলাম বলছেন, “কাছারি বাড়িতে হামলা চালিয়ে অডিটোরিয়াম ভাঙচুর ও স্টাফদের মারধরের ঘটনায় দায়ের করা মামলায় ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে”।

গ্রেপ্তার কাউকে করা হয়নি বলে জানা গিয়েছে।

বাংলাদেশে রবীন্দ্র বিদ্বেষ গাঢ় হচ্ছে ! শাজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা-ভাঙচুর 

কাছারি বাড়ির অডিটোরিয়াম ও কাস্টোডিয়ানের অফিস কক্ষে দরজা-জানালায় ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা।

স্থানীয়রা জানাচ্ছেন, ঈদের দ্বিতীয় দিন বিকেল সাড়ে ৪টার দিকে শহরের রুপপুর মহল্লার প্রবাসী শাহনেওয়াজ হোসেন ও তার স্ত্রী সুইটি খাতুন কাছারিবাড়িতে প্রবেশ করেন।

মোটরসাইকেল পার্কিং-এর টিকিট সংক্রান্ত বিষয় নিয়ে দায়িত্বপ্রাপ্ত স্টাফদের সঙ্গে শাহনেওয়াজের নাকি তর্কবিতর্ক হয়।

বলা হচ্ছে, কাস্টোডিয়ান হাবিবুর রহমানের নেতৃত্বে স্টাফরা শাহনেওয়াজকে নাকি আটক করে মারধর করেন।

সভ্যতার লজ্জা! রবীন্দ্র কাছারি বাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *