ঢাকা: বাংলাদেশ ভারতের থেকে ভালো জাহাজ বানায় এ-ই কথা বলে চুক্তি বাতিল করলো, এখন যুক্তরাষ্ট্র থেকে কিনবে, তাও দ্বিগুণ টাকা দিয়ে বাহ্ চমৎকার ইউনূসের স্বেচ্ছাচারিতা!
কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্সের সঙ্গে চুক্তি হয়েছিল বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রকের। কথা ছিল বাংলাদেশের জন্য ‘ওশান-গোয়িং টাগ’ তথা বিশেষ ধরনের জাহাজ নির্মাণ করবে এই সংস্থা। ১৮০ কোটি টাকার চুক্তি হয়েছিল দুই দেশের মধ্যে। আচমকা সেই চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে।
মহাজন তো অনেক বেশি বোঝেন সবেতেই। এতে ভারতের তেমন কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে বাংলাদেশের।
ওশান-গোয়িং টাগ হল এক শক্তিশালী জাহাজ। এগুলিকে টাগবোটও বলা হয়। মাঝ সমুদ্র থেকে আকারে বড় জাহাজকে এটি টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে।
বাংলাদেশ ভারতীয় সংস্থাকে যে জাহাজ তৈরি করতে দিয়েছিল, তার দৈর্ঘ্য ৬১ মিটার ও প্রস্থ ১৫.৮ মিটার হওয়ার কথা ছিল। বাংলাদেশ নৌবাহিনীর জন্য এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ জাহাজ।
আর এখন যুক্তরাষ্ট্রের পায়ে তেল মাখছে ইউনূস! এই হলো সুদের বুদ্ধি।
যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বিমানের পর এবার দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে জাহাজ কেনার প্রস্তাব অনুমোদিত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনা হবে।
হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি নামক প্রতিষ্ঠান থেকে এই জাহাজ দুটি কিনতে ব্যয় হবে ৯৩৬ কোটি টাকা।