কুমিল্লা: পাগলে পাগলে ভরে গেছে দেশের রাস্তাঘাট! এক বছর দেশটাকে চুষে খেয়ে এখন আসছে নাটক করতে।
এই নাটক এখন জনগণ খায় না। মব সৃষ্টি করে কোটি কোটি টাকা ইনকাম করেছে সেই টাকা দিয়ে মাছ না ছেড়ে রাস্তার কাজ করলেও লাভ হতো।
আমেরিকা থেকে সুদী মহাজনকে আসনে বসিয়ে এখন সড়কে নাটক করা শুরু করে দিয়েছে টোকাই হাসনাত।
ওরা যে ব্যর্থ তার প্রমাণ নিজে নিজেই দিলো। শেখ হাসিনা থাকতে তো সকল কাজ চলমান ছিল। তা এখন তো সব আধুনিক লোকজনরা এসেছেন! এখন কাজ হচ্ছে না কেন?
এখন তো আর শেখ হাসিনা নেই, ক্ষমতা আঁকড়ে ধরে আছে এই টোকাইরাই, তাহলে ওরা কার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে? সব নাটক!
কুমিল্লার দেবিদ্বার উপজেলার (দেবিদ্বার-চান্দিনা) আঞ্চলিক সংযোগ সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে টোকাই হাসনাত গণসংযোগে গিয়ে উপজেলার কাচিসার এলাকায় এ প্রতিবাদ করেন।
দেবিদ্বার-চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ সড়ক নয়, এটি ঢাকা-চট্রগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সংযোগ সড়ক হওয়ায় এ অঞ্চলের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সড়ক।
কিন্তু জনগণের ভোগান্তির শেষ নেই। সাড়ে ১৪ কিলোমিটারের এই সড়ক সংস্কার না হওয়ায় সড়কটি ভেঙে অসংখ্য বড় বড় গর্ত হয়ে গেছে।
দুর্ঘটনার কবলেও পড়ছে যাত্রীবাহি যানবাহন। কিন্তু এইসবদিকে সরকারের বিন্দুমাত্র নজর নেই।
তবে হাসনাতের এইসব বালখিল্লতা কোনো কাজে আসবে না।
হাসনাত আব্দুল্লাহ বলেন, এই রাস্তায় মানুষ আসা যাওয়া করে, কয়েক দিন আগে এই রাস্তায় একটি ছেলে মারা গেছে। রাস্তা ঠিক না করলে তার চেয়ে ভালো রাস্তায় মাছ চাষ করুন, মাছ চাষ করলেও মানুষ কিছু মাছ খেতে পারবে।
বলেন, দেবিদ্বারের রাস্তা ঘাট এতোটাই খারাপ অবস্থা যে, মাছ ছেড়ে দিয়ে চাষ করার মতো। এখানে আপনারা জিয়ল (দেশি) মাছ ছাড়বেন। আমি মাছ ছাড়ছি আপনারাও ছাড়বেন তাতে যদি কিছু হয়।
