চট্টগ্রাম: ফের সড়ক দুর্ঘটনা চট্টগ্রামে। চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় মাওলানা সোহেল চৌধুরী (৫০) নামের এক হেফাজত নেতা মারা গিয়েছেন।
এদিকে জনগণের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এই ঘটনায় বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক ও চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে রেখেছেন হেফাজতের নেতাকর্মীরা। এক এক ঘটনা হয়, আর মানুষের যত দুর্ভোগ।
অবরোধের ফলে সকাল থেকে যানচলাচল বন্ধ হয়ে রয়েছে।
এইরকম একের পর এক দুর্ঘটনায় বহু প্রাণ যাচ্ছে, সড়ক দুর্ঘটনা বাড়ছেই দিনে দিনে, কিন্তু এই নেতাদের তখন টিকির নাগাল পাওয়া যায় না।
জানা গিয়েছে, সোহেল চৌধুরী মোটরসাইকেল চালিয়ে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা অতিক্রম করার সময় পেছন থেকে আসা একটি বাস মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মাওলানা সোহেল।
পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
