ঢাকা: নির্বাচন হবে না, নির্বাচনের নামে যুদ্ধ যুদ্ধ খেলা হবে। সংস্কারের টোপ দিয়ে রেখেছেন ইউনূস!
বিএনপি এতকিছুর পরেও এক সুরে বাঁশি বাজিয়েই যাচ্ছে আর অপকর্ম করে চলেছে। ধানমণ্ডি ৩২ দখলে নেয়।
বিএনপি কি ভেবেছেন শুধু সন্ত্রাসীদের ভোটেই তারা জয়ী হবে?
সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের নাম ইতিহাসে কলঙ্কজনকভাবে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, ‘জনগণের বহু আকাঙ্ক্ষার নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে কেউ যদি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে তাদের দেশের জনগণ রুখে দিবে।’
জয়নুল আবদিন ফারুক বলেন, ভোটাধিকার প্রয়োগ করার জন্য এদেশের মানুষ ১৬ বছর ধরে অপেক্ষা করছে।
ড. ইউনূস সম্মানিত লোক, কিন্তু সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হলে তাঁর ভাবমূর্তি নষ্ট হবে বলেও মন্তব্য করেন তিনি।
জয়নুল আবদিন ফারুক আরও বলেন, ‘অচিরেই যেন সেই শাহাবুদ্দিন রশি টানিয়ে এক জন পুলিশ দিয়ে নির্বাচন করতে পেরেছে, সেই মতো একটি নির্বাচন করে ড. ইউনূস ইতিহাসের পাতায় লেখা থাকবেন।
যদি তাই না করতে পারেন তাহলে ইতিহাসের কলঙ্কে আপনার নাম লেখা হয়ে যাবে।