কক্সবাজার: কক্সবাজারের রামুতে শীর্ষ সন্ত্রাসী শাহীন ডাকাতের সহযোগী ও যুবদল নেতা মুবিনুর রহমান রুবেল (২৮)-কে অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা এলাকার নিজের বাড়ি থেকে এই সন্ত্রাসীকে আটক করা হয়।

যুবদলের এই নেতা বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। মাদক পাচার থেকে শুরু করে খুন খারাবি সবকিছুর সাথে জড়িত সে।

পুলিশ জানাচ্ছে, রুবেল দীর্ঘদিন ধরে শাহীন ডাকাতের সেকেন্ড ইন কমান্ড হিসেবে সীমান্ত এলাকায় মাদক, গরু পাচার, খুন ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িত ছিলো।

তার বাড়ি তল্লাশি করে একটি দেশীয় এলজি, একটি কার্তুজ, আটটি ধারালো দা, দুটি হাতুড়ি, লোহার রড উদ্ধার করা হয়েছে।

রুবেল আত্মগোপনে ছিলো। সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ যুবদল নেতা মুবিনুর রহমান রুবেলকে গ্রেপ্তার করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *