ঢাকা: সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক বর্তমানে আনন্দ সফরে আছেন।
তবে তিনি একা নন, পরিবারের ২০ সদস্যকে নিয়ে তিনি চট্টগ্রাম ও কক্সবাজার ভ্রমণ করবেন।
মঙ্গলবার (৩ জুন) চিঠিতে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য চট্টগ্রাম ও কক্সবাজার জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. হাসানুজ্জামান।
চারদিনের সফর করবেন তিনি।
উক্ত চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগের বিচারপতি এস এম, এমদাদুল হক পরিবারের ২০ জন সদস্যসহ আগামি ৯ জুন থেকে ১৩ জুন পর্যন্ত চট্টগ্রাম এবং কক্সবাজার জেলা সফর করবেন।
দেশের কঠিন অবস্থায় তাঁর এই সফর গিরে ব্যাপক সমালোচনা হচ্ছে।
বিলাসবহুল যেন ব্যবস্থা করা হয় বিচারপতির জন্য, সে কথা বলা হয়েছে।
চট্টগ্রাম এবং কক্সবাজার সার্কিট হাউজে ৮টি ভিআইপি কক্ষ বরাদ্দ, এবং বিচারপতির অবস্থানকালীন ব্যবহারের জন্য প্রয়োজনীয় জ্বালানি, ড্রাইভারসহ একটি ফ্লাগস্ট্যান্ডযুক্ত ভিআইপি গাড়ি এবং তিনটি ভিআইপি গাড়ি বরাদ্দের কথা বলা হয়েছে।
পাশাপাশি যাতায়াত এবং থাকার সময় পুলিশ এসকর্টসহ সার্বক্ষণিক কঠোর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে।
এইসব ব্যাপারে জনগণের কাছে মোটেও ভালো ঠেকছে না। তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন এই বিষয়ে।
ট্রেনে যাতায়াতের জন্য চারটি এসি ডাবল কেবিন বরাদ্দের জন্যে সবরকম
ব্যবস্থার কথাও বলা হয়েছে রেলওয়ে মহাপরিচালককে।