ঢাকা: বাংলাদেশের অমূল্য রতন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য মুস্তাফা জামান আব্বাসী ব্যক্তিত্ব আজ সকালে মারা গিয়েছেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৮৮ বছর। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সঙ্গীতাঙ্গন, সাহিত্যাঙ্গনকে সমৃদ্ধ করেছেন বলাই বাহুল্য।

জানা গিয়েছে, দুপুর ১টায় রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে বাধ্যর্কজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন মুস্তাফা জামান আব্বাসী। সর্বশেষ গতকাল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

উপমহাদেশের এক প্রখ্যাত সংগীত পরিবারের সন্তান মুস্তাফা জামান আব্বাসী। ভারতের কোচবিহার জেলার বলরামপুর গ্রামে ১৯৩৬ সালের ৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি।

পিতা আব্বাস উদ্দীন আহমেদ ছিলেন পল্লীগীতির কিংবদন্তী শিল্পী। এদেশের পল্লীসংগীতকে তিনিই প্রথম বিশ্বের দেশে দেশে জনপ্রিয় করেছেন। তাঁর কাক আব্দুল করিম পল্লীগীতি ও ভাওয়াইয়া ভাটিয়ালি গানের জনপ্রিয় শিল্পী ছিলেন । তাঁর গোটা পরিবার সংস্কৃতি সম্পন্ন।

মোস্তফা কামালের কন্যা নাশিদ কামালও একজন বরেণ্য শিল্পী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *