ঢাকা: ভয়াবহ অবস্থা বাংলাদেশে। অবৈধ ইউনুস সরকারের শাসনে সংখ্যালঘুরা আজ উগ্রবাদী সন্ত্রাসের টার্গেট—রাষ্ট্র নীরব দর্শক, পুলিশ যায় কেবল লাশ উদ্ধার করতে।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পুরাতন বাজার মোড়ে সংঘবদ্ধ উগ্রবাদীরা প্রকাশ্যে হামলা চালিয়ে সংখ্যালঘু স্বর্ণ ব্যবসায়ী শ্রী সঞ্জয় কুমার সান্তাকে (৩৬) কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।

মঙ্গলবার বিকেলে “বন্ধু জুয়েলারি” দোকানে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

হঠাৎ আক্রমণে সঞ্জয় কুমার সান্তা রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তিনি চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত দোকানে প্রবেশ করলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাঁকে কোনোরকমে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর মাথায় নয়টি সেলাই দিতে হয়েছে।

মূলত এই ঘটনাটি শুধু একটি ডাকাতির চেষ্টা নয়—এটি একটি পরিকল্পিত সংখ্যালঘু নিপীড়ন ও উগ্রতন্ত্রের প্রকাশ্য প্রদর্শন।

একের পর এক মন্দিরে হামলা, সংখ্যালঘু হত্যা, আর এখন ব্যবসায়ীদের টার্গেট করা—সবই প্রমাণ করছে যে অবৈধ ইউনুস সরকারের শাসনে বাংলাদেশ উগ্র শক্তির হাতে জিম্মি।

এই অবৈধ সরকার উগ্রবাদীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, আর সংখ্যালঘুরা রক্ত ঝরাচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *