ঢাকা: চোর বাটপারে ছেয়ে গেছে দেশ। রেল বিভাগের অবস্থা বেহাল করে রেখে দিয়েছে মহাজন ইউনূস। এর ফলে ভয়াবহ সব দুর্ঘটনা ঘটছে। কখনো মোবাইলের টর্চ দিয়ে রেল চালাতে হচ্ছে! এই কী অদ্ভুত কথা!
এবার ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় দুই ভাগে বিভক্ত হয়ে গেছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
ট্রেনের পরিচালক (গার্ড) কে এম শাহীনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হতাহতের ঘটনা ঘটেনি, সেটা ভাগ্য। কিন্তু প্রায়ই এইরকম ঘটনা ঘটছে। এর দায় নেয়ার কেউ নেই দেশে!
খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল ৫টা ১৫ মিনিটে মহানগর এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ছেড়ে যায়।
আশুগঞ্জ স্টেশনে প্রবেশের ঠিক আগের মুহূর্তেই ট্রেনটির ট ও ঠ বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে পেছনের পাঁচটি বগি ছাড়াই সামনের অংশটি আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করে।
তবে এই বিষয়ে রেল বিভাগ কোনো সদুত্তর দিতে পারেনি।