ঢাকা: সব বন্ধ করে, গুটিয়ে, লুটে দেশ ছাড়ার পরিকল্পনায় মহাজন ইউনূস। তাই উপদেষ্টারা এত উপদেশমূলক কথা বলছেন।
বন্দর বন্ধ করা তো সেকেণ্ডের কাজ, তা সেটা লাভজনক করার জন্য কি উদ্যোগ নিয়েছেন, যে লোকসান থেকে বের হতে পারছে না?
নাচতে না জানলে উঠান বাঁকা!ভারতের সাথে তো ব্যবসা বলতে গেলে বন্ধ! এই এক বছর যা কার্যক্রম তাতে দেশের ভবিষ্যৎ অন্ধকার। ভিক্ষা করতে হবে দুইদিন পর।
চট্টগ্রাম বন্দরসহ সব বন্দর বন্ধ করে দিলেতো আর লোকসান দিতে হবেনা জনাব উপদেষ্টা মহোদয়?
ভারতের সাথে সব বন্দর বন্ধ করে দিয়ে পাকিস্তানের সাথে দেখেন সব বন্দর চালু করা যায় কিনা!
নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, যেসব স্থলবন্দর দিয়ে তেমনভাবে আমদানি-রফতানি হয় না এবং লোকসানে চলছে, সেসব বন্দর বন্ধ করে দেয়া হবে।
শনিবার (৯ আগস্ট) সকালে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘২৪টি বন্দরের মধ্যে ৮টি বন্দর বন্ধ করার পরিকল্পনা ছিল, এর মধ্যে ইতোমধ্যে ৪টি বন্ধ করা হয়েছে। বর্তমানে কার্যকর বন্দর ১২ থেকে ১৪টির বেশি নয়। বছরে যেখানে মাত্র ১০ থেকে ৩০ হাজার টাকা আয় হয় অথচ খরচ হয় তার চেয়ে অনেক বেশি, সেখানে আধুনিকায়ন করে লাভ নেই।’
তিনি আরও বলেন, ‘যেসব বন্দর কার্যকর ও বড়, সেগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে। পাশাপাশি কিছু নদীবন্দরও বেসরকারি খাতে পরিচালনার জন্য দেওয়ার চেষ্টা চলছে।’