ঢাকা: বড় করুণ সময়। হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আসমা আক্তার লিজা।
তিনি ঢাবির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ছিলেন।
রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।
লিজার সহপাঠীরা তাঁর এই অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না।লিজার লাশের সামনে তারা কান্নায় ভেঙে পড়েন।
লিজার গ্রামের বাড়ি নাটোর জেলায়।তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের আবাসিক ছাত্রী।
সহপাঠীরা জানান, বৃহস্পতিবার দুপুরে লিজা হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাঁর হৃৎপিণ্ডে টিউমার ও ফুসফুসে পানি জমার কথা জানান।
অবস্থা গুরুতর হওয়ায় পরে তাঁকে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সমস্ত চেষ্টা সত্ত্বেও সেখানেই আজ সকালে মারা যান ঢাবির এই মেধাবী শিক্ষার্থী।