চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর নিউমার্কেট  এলাকায় একটি যাত্রীবাহী মিনিবাসে কে বা কারা আগুন দিয়েছে।

রবিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। গাড়িটির নম্বর (চট্ট মেট্রো জ ১১-১১০৯)।

তবে এ ঘটনায় সেখানে উপস্থিত যাত্রী ও জনসাধারণের মধ্যে কিছুটা আতংক ছড়িয়ে পড়েছিল।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, আমরা ঘটনাস্থলে আছি। ড্রাইভার ও হেলপারকে আমরা হেফাজতে নিয়েছি।

তাদের বক্তব্য সন্দেহজনক মনে হচ্ছে। যাত্রীদের সাথেও কথা বলেছি। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানায়, নন্দনকানন ফায়ার স্টেশন ৬টা ৪৫ মিনিটে খবর পেয়ে ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়।

স্থানীয় লোকজন ধারণা করছেন, চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আতংক সৃষ্টির জন্যই কেউ এ ধরনের কাজ করে থাকতে পারে।

তবে সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা না গেলে এর পেছনে কারা ছিল তা বলা যাবেনা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *