ঢাকা: জাতীয় পার্টিতে (জাপা) ফের ভাঙন দেখা দিয়েছে। দলটির একটি অংশ আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছে।
মঙ্গলবার নগরীর গুলশানে জাপার এক নেতার বাসভবনে অনুষ্ঠিত দলের প্রেসিডিয়াম সভায় এই ঘোষণা দেওয়া হয়। আনিসুল জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ছিলেন।
আনিসুলের নেতৃত্বাধীন নতুন এই অংশটির ভাষ্য, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
জাপার এই অংশটি—কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা ও শহীদুর রহমান টেপাসহ আরও কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে, যাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাপা চেয়ারম্যান জিএম কাদের কোনো নোটিশ ছাড়াই বহিষ্কার করেছিলেন।
উল্লেখযোগ্য যে, ১৯৮৬ সালে এইচ এম এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন। দলটিতে দীর্ঘ দিনের বিভেদের ইতিহাস রয়েছে। প্রায় পাঁচবার বিভক্ত হয়েছে জাতীয় পার্টি।