ঢাকা: ভারতে অবৈধ বাংলাদেশীদের বিরুদ্ধে কড়া অভিযান চলেছে পশ্চিমবঙ্গসহ, আসাম, দিল্লি, গুজরাট ও আরো শহরে।

এবং আটক করা হচ্ছে অবৈধ বসবাসকারীদের।

খাস কলকাতা থেকে এবার আটক আরও এক বাংলাদেশী। ভুয়ো পরিচয় পত্র পকেটে রেখে একদম নিশ্চিন্তে দিনের পর দিন শহর কলকাতায় ঘাঁপটি মেরে পড়েছিল ওই বাংলাদেশী যুবক।

সেনা ও কলকাতা পুলিসের যৌথ অভিযানে আটক করা গেছে অভিযুক্তকে।

ধৃতকে বুধবার আদালতে পেশ করা হলে আগামী ২৩-জুলাই অবধি পুলিসি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন বিচারক।

যে বাংলাদেশিকে ধরা হয়েছে তার নাম আজিম শেখ।

বাংলাদেশের খুলনা এলাকা থেকে পালিয়ে বেশ কয়েক বছর কলকাতায় বাস করছিলো আজিম।

সঙ্গে আবার আত্মীয় কিছু চলে যায় ভারতে।

হঠাৎ ফোর্ট উইলিয়ামের সামনে ঐ ধৃতকে উঁকিঝুঁকি মারতে দেখা যায় সন্দেহজনকভাবে।

সেনা কর্মীদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় দুটি ভুয়া আধার কার্ড।

ধৃত বাংলাদেশিকে আটক করে তুলে দেওয়া হেস্টিংস থানার পুলিসের হাতে। আজিমের সঙ্গে যারা কলকাতায় ছিলো তাদের খোঁজ চলছে।

সে কোন ষড়যন্ত্র করতে ভারতে পালিয়ে যায়? সব খতিয়ে দেখা‌ হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *